📚 Blog & MCQ Preparation

সকল ব্লগ, মডেল টেস্ট এবং MCQ প্রস্তুতির আপডেট দেখুন

blog image

৪১ তম বিসিএস প্রশ্ন সমাধান । 41th BCS Question And Solution

By Admin • 12 Dec 2025

৪১ তম বিসিএস প্রশ্ন সমাধান 1: বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? (ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষ প্রশ্ন’ (খ) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ (গ) কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’ (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুন্ডুলা’ উত্তর: B 2: জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? (ক) গঙ্গা (খ) পুতুলনাচের ইতিকথা (গ) হাঁসুলী বাঁকের উপকথা (ঘ) গৃহদাহ উত্তর: A 3: “ডিঙি টেনে […]

1. সংবিধানের কত অনুচ্ছেদে বৈদেশিক নীতি পরিচালিত হয়?

A) ২২
B) ২৩
C) ২৪
D) ২৫

Correct Answer: 4

Explanation: সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক ও বৈদেশিক নীতির ভিত্তি বর্ণিত হয়েছে। এতে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং জাতিসংঘের সনদের নীতিসমূহ মেনে চলার কথা বলা হয়েছে।

2. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?

A) দক্ষিণ তালপট্টি
B) সেন্টমার্টিন
C) নিঝুম দ্বীপ
D) ভোলা

Correct Answer: 2

Explanation: বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হলো সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়া দ্বীপ। বিকল্পে ছেঁড়া দ্বীপ না থাকায় সেন্টমার্টিন সঠিক উত্তর।

3. বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য কয়টি?

A) ৩ টি
B) ৪ টি
C) ৫ টি
D) ৬ টি

Correct Answer: 3

Explanation: বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য ৫টি। এগুলো হলো: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।

4. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?

A) সিপাহী মোস্তফা কামাল
B) মুন্সি আব্দুর রউফ
C) নূর মোহাম্মদ শেখ
D) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান

Correct Answer: 4

Explanation: ২০০৭ সালের ১০ ডিসেম্বর ভারতের ত্রিপুরা থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে এনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

5. কে বীরশ্রেষ্ঠ নন?

A) সিপাহী মোস্তফা কামাল
B) মুন্সি আব্দুর রউফ
C) মুন্সি আব্দুর রহিম
D) নূর মোহাম্মদ শেখ

Correct Answer: 3

Explanation: বাংলাদেশের বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত ৭ জনের মধ্যে মুন্সি আব্দুর রহিম নামে কেউ নেই। বীরশ্রেষ্ঠ হলেন মুন্সি আব্দুর রউফ।

6. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়?

A) ৭ মার্চ ১৯৭৩
B) ২৭ মার্চ ১৯৭৩
C) ৭ মার্চ ১৯৭৪
D) ২৭ মার্চ ১৯৭৪

Correct Answer: 1

Explanation: ৭ মার্চ ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

7. প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত?

A) রাঙ্গামাটি
B) খাগড়াছড়ি
C) বান্দরবান
D) সিলেট

Correct Answer: 3

Explanation: প্রান্তিক হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত বান্দরবান জেলায় অবস্থিত।

8. লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?

A) ২২-২৩ ফেব্রুয়ারি
B) ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪
C) ২৩-২৭ ফেব্রুয়ারি
D) ২৫-২৭ ফেব্রুয়ারি

Correct Answer: 2

Explanation: ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি'র শীর্ষ সম্মেলনে যোগদান করেন।

9. বঙ্গবন্ধুকে জুলিও কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় কবে?

A) ২০ মে ১৯৭৩
B) ২২ মে ১৯৭৩
C) ২১ মে ১৯৭৩
D) ২৩ মে ১৯৭৩

Correct Answer: 4

Explanation: ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করে।

10. ঐতিহাসিক ছয় দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না?

A) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
B) শাসনতান্ত্রিক কাঠামো
C) স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
D) বিচার ব্যবস্থা

Correct Answer: 4

Explanation: ঐতিহাসিক ৬-দফায় বিচার ব্যবস্থার বিষয়ে কোনো সুনির্দিষ্ট দফা ছিল না। এতে মূলত কেন্দ্রীয় সরকারের ক্ষমতা হ্রাস, প্রদেশগুলোর স্বায়ত্তশাসন, স্বতন্ত্র মুদ্রা এবং কর আরোপের ক্ষমতা নিয়ে আলোচনা ছিল।

11. মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে?

A) ৫ম-৮ম শতক
B) ১ম-৮ম শতক
C) ৭ম-৮ম শতক
D) ৭ম-৯ম শতক

Correct Answer: 3

Explanation: প্রাচীন বাংলায় শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল শাসনের পূর্ব পর্যন্ত (আনুমানিক ৭ম-৮ম শতক) সময়ে সৃষ্ট অরাজক অবস্থাকে মাৎস্যন্যায় বলা হয়।

12. বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?

A) শামসুদ্দীন ইলিয়াস শাহ
B) নাসির উদ্দিন মাহমুদ শাহ
C) আলাউদ্দিন হোসেন শাহ
D) গিয়াসউদ্দিন আজম শাহ

Correct Answer: 3

Explanation: আলাউদ্দিন হোসেন শাহের (শাসনকাল ১৪৯৪-১৫১৯) শাসনামলকে শান্তি, সমৃদ্ধি এবং সাংস্কৃতিক বিকাশের জন্য বাংলার স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়।

13. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?

A) নওয়াব আব্দুল লতিফ
B) স্যার সৈয়দ আহমেদ
C) নওয়াব স্যার সলিমুল্লাহ
D) খাজা নাজিমুদ্দিন

Correct Answer: 3

Explanation: ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেন।

14. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

A) খাজা নাজিমুদ্দিন
B) নুরুল আমিন
C) লিয়াকত আলী খান
D) মোহাম্মদ আলী জিন্নাহ

Correct Answer: 1

Explanation: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন।

15. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?

A) খাগড়াছড়ি
B) রাঙামাটি
C) বান্দরবান
D) কক্সবাজার

Correct Answer: 1

Explanation: আলুটিলা গুহা খাগড়াছড়ি জেলায় অবস্থিত। স্থানীয়দের কাছে এটি ‘মাতাই হাকড়’ বা ‘দেবতার গুহা’ নামে পরিচিত।

16. বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন?

A) হেমন্ত সেন
B) বল্লাল সেন
C) লক্ষণ সেন
D) কেশব সেন

Correct Answer: 4

Explanation: বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন কেশব সেন। তবে অনেক ক্ষেত্রে লক্ষণ সেনকেও শেষ শক্তিশালী শাসক হিসেবে গণ্য করা হয়।

17. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

A) পুণ্ড্র
B) তাম্রলিপ্তি
C) গৌড়
D) হরিকেল

Correct Answer: 1

Explanation: মহাস্থানগড়কে কেন্দ্র করে গড়ে ওঠা পুণ্ড্র ছিল বাংলার সর্বপ্রাচীন জনপদ।

18. কাগমারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

A) রোজ গার্ডেনে
B) সিরাজগঞ্জে
C) সন্তোষে
D) সুনামগঞ্জে

Correct Answer: 3

Explanation: ১৯৫৭ সালের ৮-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার সন্তোষে মওলানা ভাসানীর কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়।

19. মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়?

A) ১০ এপ্রিল, ১৯৭১
B) ১১ এপ্রিল, ১৯৭১
C) ১২ এপ্রিল, ১৯৭১
D) ১৩ এপ্রিল, ১৯৭১

Correct Answer: 2

Explanation: আনুষ্ঠানিকভাবে ১১ এপ্রিল, ১৯৭১ তারিখে কর্নেল এম. এ. জি. ওসমানীকে সর্বাধিনায়ক করে বাংলাদেশ বাহিনী গঠন করা হয়।

20. কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলি পরিবর্তনযোগ্য নয়?

A) ৭ (ক)
B)
C) ৭ (খ)
D)

Correct Answer: 3

Explanation: সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৭(খ) অনুচ্ছেদ যুক্ত করা হয়, যা সংবিধানের মৌলিক বিধানাবলিকে সংশোধন অযোগ্য ঘোষণা করে।

21. বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয় কী ছিল?

A) বহুদলীয় ব্যবস্থা
B) বাকশাল প্রতিষ্ঠা
C) তত্ত্বাবধায়ক সরকার
D) সংসদে মহিলা আসন

Correct Answer: 3

Explanation: সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর (১৯৯৬) মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।

22. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?

A) চতুর্থ তফসিল
B) পঞ্চম তফসিল
C) তৃতীয় তফসিল
D) প্রথম তফসিল

Correct Answer: 1

Explanation: চতুর্থ তফসিলে বর্ণিত ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানমালার অপব্যবহার করে সামরিক শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

23. কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশিরি’, নেত্রকোনায়?

A) সাঁওতাল
B) গারো
C) খাসিয়া
D) মুরং

Correct Answer: 2

Explanation: গারো জনগোষ্ঠীর অন্যতম প্রধান আবাসস্থল বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিরিশিরি অঞ্চলে।

24. বাংলাদেশের বাণিজ্য ঘাটতির ভারসাম্য কীভাবে রক্ষা হয়?

A) IDA credit এর মাধ্যমে
B) IMF ‘bailout’ package এর মাধ্যমে
C) প্রবাসীদের পাঠানো remittance এর মাধ্যমে
D) বিশ্বব্যাংকের budgetary support এর মাধ্যমে

Correct Answer: 3

Explanation: রপ্তানির চেয়ে আমদানি বেশি হওয়ায় যে বাণিজ্য ঘাটতি তৈরি হয়, তার ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।

25. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?

A) ধর্মপাল
B) শশাঙ্ক
C) বিজয় সেন
D) অশোক

Correct Answer: 2

Explanation: গৌড়রাজ শশাঙ্ককে অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হিসেবে বিবেচনা করা হয়।

26. বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?

A) লর্ড কার্জন
B) রাজা পঞ্চম জর্জ
C) লর্ড মাউন্টব্যাটেন
D) লর্ড হার্ডিঞ্জ

Correct Answer: 2

Explanation: ১৯১১ সালে দিল্লি দরবারে ব্রিটিশ সম্রাট রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। এ সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ।

27. ঢাকা শহরের গোড়াপত্তন হয়-

A) ব্রিটিশ আমলে
B) সুলতানি আমলে
C) মুঘল আমলে
D) স্বাধীন নবাবী আমলে

Correct Answer: 3

Explanation: মুঘল আমলে ১৬১০ সালে সুবেদার ইসলাম খান ঢাকাকে সুবা বাংলার রাজধানী করার মাধ্যমে এর গোড়াপত্তন করেন।

28. স্টিভ চেন ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব (Youtube) প্রতিষ্ঠা করেন?

A) জawed Karim
B) জাওয়াদুল করিম
C) ফজলুল করিম
D) মুনজুরুল করিম

Correct Answer: 1

Explanation: স্টিভ চেন ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জাওয়েদ করিম ২০০৫ সালে ইউটিউব প্রতিষ্ঠা করেন।

29. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?

A) ২০ ফেব্রুয়ারি, ১৯৭৪
B) ২১ ফেব্রুয়ারি, ১৯৭৪
C) ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
D) ২৩ ফেব্রুয়ারি, ১৯৭৪

Correct Answer: 3

Explanation: লাহোরে ওআইসি সম্মেলনের ঠিক আগে ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ তারিখে পাকিস্তান বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

30. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ছিলেন?

A) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
B) মোহাম্মদ উল্লাহ
C) তাজউদ্দীন আহমেদ
D) ক্যাপ্টেন এম মনসুর আলী

Correct Answer: 1

Explanation: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংসদ নেতা ছিলেন।

31. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?

A) সুইডেন
B) যুক্তরাজ্য
C) মার্কিন যুক্তরাষ্ট্র
D) জার্মানি

Correct Answer: 4

Explanation: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) জার্মানির বার্লিন ভিত্তিক একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যা দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করে।

32. সামরিক ভাষায় WMD অর্থ কি?

A) Weapons of Mass Destruction
B) Worldwide Mass Destruction
C) Weapons of Missile Destruction
D) Weapons for Massive Destruction

Correct Answer: 1

Explanation: WMD এর পূর্ণরূপ হলো Weapons of Mass Destruction, যা ব্যাপক বিধ্বংসী অস্ত্র (যেমন পারমাণবিক, রাসায়নিক, জৈবিক) বোঝাতে ব্যবহৃত হয়।

33. ২০২০ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষ স্থান অর্জনকারী দেশের নাম কি?

A) ডেনমার্ক
B) জার্মানি
C) সিঙ্গাপুর
D) নরওয়ে

Correct Answer: 1

Explanation: ২০২০ সালে প্রকাশিত ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের আইনের শাসন সূচকে শীর্ষ স্থান অর্জনকারী দেশ ছিল ডেনমার্ক।

34. জাতিসংঘের কোন সংস্থাটি করোনাভাইরাসকে “Pandemic” ঘোষণা করেছে?

A) HRC
B) FAO
C) WHO
D) ECOSOC

Correct Answer: 3

Explanation: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO (World Health Organization) করোনাভাইরাসকে “Pandemic” বা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে।

35. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?

A) WTO
B) MIGA
C) WB
D) UNCTAD

Correct Answer: 4

Explanation: UNCTAD (United Nations Conference on Trade and Development) প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (World Investment Report) প্রকাশ করে।

36. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?

A) আলজেরিয়া
B) গাম্বিয়া
C) নাইজেরিয়া
D) বাংলাদেশ

Correct Answer: 2

Explanation: ওআইসি'র পক্ষ থেকে আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে।

37. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?

A) সুদান
B) সিয়েরা লিওন
C) লাইবেরিয়া
D) রুয়ান্ডা

Correct Answer: 2

Explanation: আফ্রিকার দেশ সিয়েরা লিওন জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি সৈন্যদের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাকে তাদের অন্যতম সরকারী ভাষার মর্যাদা দিয়েছে।

38. ‘জাতিসংঘ’ নামকরণ করেন কে?

A) রুজভেল্ট
B) দ্য গল
C) চার্চিল
D) স্ট্যালিন

Correct Answer: 1

Explanation: মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ‘জাতিসংঘ’ (United Nations) নামটি প্রস্তাব করেন।

39. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?

A) মালয়েশিয়া
B) পাকিস্তান
C) সৌদি আরব
D) তুরস্ক

Correct Answer: 4

Explanation: তুরস্ক এবং আলবেনিয়া ন্যাটোর সদস্য মুসলিম দেশ।

40. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) কোন বছর প্রতিষ্ঠিত হয়?

A) ১৯৪৫
B) ১৯৪৯
C) ১৯৪৮
D) ১৯৫১

Correct Answer: 2

Explanation: ১৯৪৯ সালের ৪ এপ্রিল ন্যাটো (North Atlantic Treaty Organization) প্রতিষ্ঠিত হয়।

41. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?

A) আনেগ্রেট ক্রাম্প
B) পাউলিনা হেড্রিচ
C) অ্যাঙ্গেলা মের্কেল
D) পেট্রা কেলি

Correct Answer: 3

Explanation: অ্যাঙ্গেলা মের্কেল জার্মানির প্রথম নারী চ্যান্সেলর। তিনি ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।

42. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?

A) ৫টি
B) ৩টি
C) ২টি
D) ৪টি

Correct Answer: 4

Explanation: ২০২০ সালের ২৩ জানুয়ারি আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারের প্রতি চারটি সুনির্দিষ্ট নির্দেশনা দেয়।

43. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?

A) ক্যামেরুন এবং নাইজেরিয়া
B) ভেনেজুয়েলা এবং পেরু
C) ইথিওপিয়া ও ইরিত্রিয়া
D) মালি এবং সেনেগাল

Correct Answer: 3

Explanation: ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদকে প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত সংঘাত নিরসনে ভূমিকা রাখার জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

44. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?

A) ১৯১১
B) ১৯১২
C) ১৯১০
D) ১৯০৫

Correct Answer: 1

Explanation: ১৯১১ সালের ১২ ডিসেম্বর, বঙ্গভঙ্গ রদের ঘোষণার সাথে সাথে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেওয়া হয়।

45. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?

A) দক্ষিণ আমেরিকা
B) মধ্যপ্রাচ্য
C) ইউরোপ
D) আফ্রিকা

Correct Answer: 1

Explanation: ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা অঞ্চলে, বিশেষ করে আধুনিক পেরুতে, বিকাশ লাভ করেছিল।

46. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?

A) ডেনমার্ক
B) সুইডেন
C) উজবেকিস্তান
D) ইংল্যান্ড

Correct Answer: 3

Explanation: উজবেকিস্তান সহ মধ্য এশিয়ার বেশ কিছু প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রে রাশিয়ার সামরিক উপস্থিতি বা ঘাঁটি ব্যবহারের সুবিধা রয়েছে।

47. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?

A) রাশিয়া
B) সুইডেন
C) নরওয়ে
D) ডেনমার্ক

Correct Answer: 2

Explanation: ফিনল্যান্ড বহু শতাব্দী ধরে সুইডেনের অধীনে ছিল। পরবর্তীতে ১৮০৯ সালে এটি রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত হয়।

48. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?

A) জিব্রাল্টার প্রণালী
B) বসফরাস প্রণালী
C) বাব-এল-মান্দেব প্রণালী
D) বেরিং প্রণালী

Correct Answer: 3

Explanation: বাব-এল-মান্দেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে যুক্ত করেছে এবং এশিয়া (ইয়েমেন) মহাদেশকে আফ্রিকা (জিবুতি) মহাদেশ থেকে পৃথক করেছে।

49. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কোন সালে গঠিত হয়?

A) ১৯৪৮
B) ১৯৪৫
C) ১৯৪৪
D) ১৯৪৯

Correct Answer: 3

Explanation: আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (IMF) ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং এর কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সাল থেকে।

50. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?

A) ১৯৯৫
B) ১৯৯১
C) ১৯৯৬
D) ১৯৯০

Correct Answer: 2

Explanation: ২০২০ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের মনোনয়ন পাওয়ার জন্য ন্যূনতম ১৯৯১ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন ছিল।

51. মার্বেল কোন ধরনের শিলা?

A) রূপান্তরিত
B) আগ্নেয় শিলা
C) পাললিক শিলা
D) মিশ্র শিলা

Correct Answer: 1

Explanation: চুনাপাথর (পাললিক শিলা) উচ্চ তাপ ও চাপে পরিবর্তিত হয়ে মার্বেলে (রূপান্তরিত শিলা) পরিণত হয়।

52. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?

A) সিরাস
B) নিম্বাস
C) কিউমুলাস
D) স্ট্র্যাটাস

Correct Answer: 3

Explanation: কিউমুলাস মেঘ সাধারণত বায়ুমণ্ডলের মাঝারি উচ্চতায় গঠিত হয়। এগুলো দেখতে স্তূপের মতো এবং সাদা থেকে ধূসর রঙের হয়ে থাকে।

53. বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত?

A) মেঘনা মোহনায়
B) বঙ্গোপসাগরে
C) পদ্মা এবং যমুনার সংযোগস্থলে
D) টেকনাফের দক্ষিণে

Correct Answer: 2

Explanation: বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান হলো বেঙ্গল ফ্যান, যা গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদী বাহিত পলি দ্বারা বঙ্গোপসাগরের তলদেশে গঠিত হয়েছে।

54. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো?

A) আপদ ঝুঁকি হ্রাস
B) জলবায়ু পরিবর্তন হ্রাস
C) জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
D) সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা

Correct Answer: 2

Explanation: প্যারিস চুক্তি (২০১৫) একটি আন্তর্জাতিক চুক্তি যা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার লক্ষ্যে স্বাক্ষরিত হয়।

55. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?

A) মধুপুর গড়ে
B) সুন্দরবনের দক্ষিণে
C) হাওর অঞ্চলে
D) টারশিয়ারি পাহাড়ে

Correct Answer: 2

Explanation: বঙ্গবন্ধু দ্বীপ সুন্দরবনের দক্ষিণে মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে অবস্থিত একটি নতুন জেগে ওঠা দ্বীপ।

56. UDMC এর পূর্ণরূপ কী?

A) Union Disaster Management Centre
B) Union Disaster Management Committee
C) United Disaster Management Committee
D) None of the above

Correct Answer: 2

Explanation: UDMC এর পূর্ণরূপ হলো Union Disaster Management Committee (ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি)।

57. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম?

A) আইসোপ্লিথ
B) আইসোহাইট
C) আইসোহ্যালাইন
D) আইসোথার্ম

Correct Answer: 2

Explanation: একই পরিমাণ বৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে সংযোগকারী কাল্পনিক রেখাকে আইসোহাইট (Isohyet) বলা হয়।

58. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?

A) ময়নামতি
B) পুণ্ড্রবর্ধন
C) পাহাড়পুর
D) সোনারগাঁও

Correct Answer: 2

Explanation: পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন (বর্তমান মহাস্থানগড়) হলো বাংলাদেশের ভূখণ্ডে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন নগর বসতি।

59. নিচের কোনটি সত্য নয়?

A) ইরাবতী মায়ানমারের একটি নদী
B) গোবী মরুভূমি চীনে অবস্থিত
C) থর মরুভূমি পাকিস্তানের পশ্চিমে অবস্থিত
D) সাজেক ভ্যালি রাঙামাটিতে অবস্থিত

Correct Answer: 3

Explanation: থর মরুভূমি ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত, এটি পাকিস্তানের পূর্বে অবস্থিত, পশ্চিমে নয়। গোবী মরুভূমি চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত।

60. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?

A) জানুয়ারি
B) এপ্রিল
C) ডিসেম্বর
D) সেপ্টেম্বর

Correct Answer: 1

Explanation: পৃথিবীর অক্ষীয় হেলানো অবস্থানের কারণে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় এবং উষ্ণতম মাস সাধারণত জানুয়ারি। উত্তর গোলার্ধে তখন শীতকাল।

61. গ্রাফিন কার বহুরূপী?

A) কার্বন
B) কার্বন ও অক্সিজেন
C) কার্বন ও হাইড্রোজেন
D) কার্বন ও নাইট্রোজেন

Correct Answer: 1

Explanation: গ্রাফিন হলো কার্বনের একটি দ্বি-মাত্রিক বহুরূপী (allotrope), যা ষড়ভুজাকৃতির কাঠামোতে সাজানো থাকে।

62. আইনস্টাইন নোবেল পুরস্কার পান?

A) আপেক্ষিক তত্ত্বের উপর
B) মহাকর্ষ ধ্রুবক আবিষ্কারের জন্য
C) কৃষ্ণ গহ্বর আবিষ্কারের জন্য
D) আলোক-তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা প্রদানের জন্য

Correct Answer: 4

Explanation: অ্যালবার্ট আইনস্টাইন ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান মূলত আলোক-তড়িৎ ক্রিয়া (Photoelectric Effect) ব্যাখ্যা প্রদানের জন্য।

63. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?

A) হ্রদের পানিতে
B) সাগরের পানিতে
C) নদীর পানিতে
D) ডোবার পানিতে

Correct Answer: 3

Explanation: নদীর প্রবহমান পানিতে আলোড়নের কারণে বায়ুমণ্ডল থেকে বেশি অক্সিজেন দ্রবীভূত হয়। তাই সাধারণত নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেশি থাকে।

64. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় কোন রক্তনালী?

A) কৈশিক জালিকা
B) ধমনী
C) শিরা
D) স্নায়ু

Correct Answer: 2

Explanation: ধমনী (Artery) হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে বহন করে নিয়ে যায়।

65. প্রোটিন তৈরি হয়?

A) ফ্যাটি এসিড দিয়ে
B) নিউক্লিক অ্যাসিড দিয়ে
C) অ্যামিনো এসিড দিয়ে
D) উপরের কোনোটিই নয়

Correct Answer: 3

Explanation: প্রোটিন হলো অ্যামিনো এসিডের পলিমার, অর্থাৎ অসংখ্য অ্যামিনো এসিড পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে।

66. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

A) গ্লিসারিন
B) ফিটকিরি
C) সোডিয়াম ক্লোরাইড
D) ক্যালসিয়াম কার্বনেট

Correct Answer: 4

Explanation: ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর) পানিতে অদ্রবণীয়। বাকিগুলো পানিতে দ্রবণীয়।

67. মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন?

A) ৭ দিন
B) ৩০ দিন
C) ১৮০ দিন
D) উপরের কোনটিই নয়

Correct Answer: 4

Explanation: মানবদেহে লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল প্রায় ১২০ দিন। বিকল্পে সঠিক উত্তরটি নেই।

68. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?

A) COD > BOD
B) COD < BOD
C) COD = BOD
D) None of the above

Correct Answer: 1

Explanation: COD (Chemical Oxygen Demand) পানিতে পচনশীল ও অপচনশীল উভয় প্রকার জৈব যৌগের জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পরিমাপ করে, অন্যদিকে BOD (Biochemical Oxygen Demand) শুধু পচনশীল জৈব যৌগের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পরিমাপ করে। তাই সাধারণত COD > BOD হয়।

69. পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল?

A) ১৯৯৫
B) ১৯৯৬
C) ১৯৯৭
D) ১৯৯৮

Correct Answer: 3

Explanation: নাসার 'মার্স পাথফাইন্ডার' মহাকাশযানটি ১৯৯৭ সালের ৪ জুলাই মঙ্গলে অবতরণ করে।

70. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?

A) স্ট্র্যাটোস্ফিয়ার
B) ট্রপোস্ফিয়ার
C) মেসোস্ফিয়ার
D) তাপমণ্ডল

Correct Answer: 1

Explanation: ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত, যা সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে।

71. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?

A) ক্লোরোপিকরিন
B) মিথেন
C) নাইট্রোজেন
D) ইথেন

Correct Answer: 1

Explanation: কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাসের অন্যতম একটি রাসায়নিক উপাদান হলো ক্লোরোপিকরিন।

72. ১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?

A) ৩৬০০ জুল
B) ৩৬০ জুল
C) ৬০০০০ জুল
D) ৩৬০০০০ জুল

Correct Answer: 4

Explanation: ব্যয়িত শক্তি (W) = ক্ষমতা (P) × সময় (t)। এখানে P = 100 ওয়াট, t = 1 ঘণ্টা = 3600 সেকেন্ড। W = 100 × 3600 = 360000 জুল।

73. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দ্বারা তৈরি?

A) আয়রন
B) কার্বন
C) টাংস্টেন
D) লেড

Correct Answer: 3

Explanation: ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দ্বারা তৈরি, কারণ এর গলনাঙ্ক অত্যন্ত উচ্চ।

74. Apache এক ধরনের?

A) Web server
B) Database Management System (DBMS)
C) Web browser
D) Protocol

Correct Answer: 1

Explanation: Apache HTTP Server একটি বহুল ব্যবহৃত ওপেন-সোর্স ওয়েব সার্ভার সফটওয়্যার।

75. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল কোনটি?

A) সফটওয়্যার-ভিত্তিক (SaaS)
B) প্ল্যাটফর্ম-ভিত্তিক (PaaS)
C) অবকাঠামোগত (IaaS)
D) উপরের সবগুলো

Correct Answer: 4

Explanation: ক্লাউড কম্পিউটিং-এর প্রধান তিনটি সার্ভিস মডেল হলো: Infrastructure as a Service (IaaS), Platform as a Service (PaaS) এবং Software as a Service (SaaS)।

76. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?

A) বাস টপোলজি
B) রিং টপোলজি
C) স্টার টপোলজি
D) ট্রি টপোলজি

Correct Answer: 3

Explanation: স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় সংযোগকারী ডিভাইস (যেমন হাব বা সুইচ) থাকে এবং নেটওয়ার্কের সমস্ত কম্পিউটার এর সাথে যুক্ত থাকে।

77. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে?

A) Loader
B) Compiler
C) Operating System
D) Assembler

Correct Answer: 3

Explanation: অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্স পরিচালনা করে। এটি ছাড়া কম্পিউটার বুট বা চালু হতে পারে না।

78. মাইক্রোসফট IIS হচ্ছে একটি?

A) ই-মেইল সার্ভার
B) ওয়েব সার্ভার
C) ডাটাবেজ সার্ভার
D) ফাইল সার্ভার

Correct Answer: 2

Explanation: মাইক্রোসফটের IIS (Internet Information Services) একটি জনপ্রিয় ওয়েব সার্ভার সফটওয়্যার।

79. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?

A) ১০-৩০ মিটার
B) ১০-৫০ মিটার
C) ১০-১০০ মিটার
D) ১০-১৫০ মিটার

Correct Answer: 3

Explanation: ব্লুটুথের বিভিন্ন ক্লাস রয়েছে। সাধারণত ব্যবহৃত ক্লাস-২ ডিভাইসগুলো ১০ মিটার পর্যন্ত কাজ করে, তবে ক্লাস-১ ডিভাইস ১০০ মিটার পর্যন্ত দূরত্বে কাজ করতে পারে।

80. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো একপ্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম?

A) Linked list
B) Stack
C) Array
D) Queue

Correct Answer: 4

Explanation: এই ডেটা স্ট্রাকচারটিকে কিউ (Queue) বলা হয়, যা First-In, First-Out (FIFO) নীতিতে কাজ করে। এক প্রান্ত দিয়ে ডেটা প্রবেশ করে এবং অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে যায়।

81. নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়?

A) Oracle
B) Norton
C) McAfee
D) Kaspersky

Correct Answer: 1

Explanation: Oracle একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। Norton, McAfee এবং Kaspersky জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার।

82. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে?

A) Machine language
B) C
C) JAVA
D) Python

Correct Answer: 1

Explanation: মেশিন ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারের মৌলিক ভাষা, যা শুধুমাত্র বাইনারি ডিজিট (০ এবং ১) ব্যবহার করে লেখা হয়।

83. API মানে?

A) Application Process Interface
B) Application Problem Interface
C) Application Programming Interface
D) Application Programming Information

Correct Answer: 3

Explanation: API-এর পূর্ণরূপ হলো Application Programming Interface।

84. যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1, তার নাম?

A) AND
B) OR
C) XOR
D) NAND

Correct Answer: 4

Explanation: NAND গেটের আউটপুট তখনই 0 হয়, যখন এর সব ইনপুট 1 থাকে। অন্য সব ক্ষেত্রে আউটপুট 1 হয়।

85. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?

A) Wi-Fi
B) Bluetooth
C) WiMAX
D) Cellular Network

Correct Answer: 2

Explanation: সাধারণত ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে ব্লুটুথের কার্যকরী যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম (প্রায় ১০ মিটার)।

86. নিচের কোনটি 100 এর 1's complement?

A) 011
B) 001
C) 010
D) 110

Correct Answer: 1

Explanation: 1's complement করতে হলে প্রতিটি 1-কে 0 এবং প্রতিটি 0-কে 1 দিয়ে প্রতিস্থাপন করতে হয়। সুতরাং 100-এর 1's complement হলো 011।

87. RFID বলতে বোঝায়?

A) Radio Frequency Information
B) Radio Free Identification
C) Ready Frequency Identification
D) Radio Frequency Identification

Correct Answer: 4

Explanation: RFID-এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency Identification।

88. নিচের কোনটি সঠিক নয়?

A) (A+B)’= A’. B’
B) (A+B)’= A’+B’
C) (A.B.C)’=A’+B’+C’
D) (A+B+C)’=A’.B’.C’

Correct Answer: 2

Explanation: ডি মরগানের সূত্র অনুযায়ী, (A+B)’= A’. B’ এবং (A.B)’= A’+B’। সুতরাং (A+B)’= A’+B’ এই সমীকরণটি সঠিক নয়।

89. কোন বানানটি শুদ্ধ?

A) Incyclopedia
B) Encyclopedia
C) Enciclopedia
D) Encylopadia

Correct Answer: 2

Explanation: Encyclopedia (বিশ্বকোষ) বানানটি শুদ্ধ।

90. ঘড়ি: কাঁটা :: থার্মোমিটার:?

A) ফারেনহাইট
B) তাপমাত্রা
C) চিকিৎসা
D) পারদ

Correct Answer: 4

Explanation: ঘড়ির মধ্যে কাঁটা নড়াচড়া করে সময় নির্দেশ করে, তেমনি থার্মোমিটারের মধ্যে পারদ ওঠানামা করে তাপমাত্রা নির্দেশ করে।

91. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

A) ২৩
B) ৯৯
C) ৩৩
D) ১১

Correct Answer: 3

Explanation: ১ থেকে ২০০ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা ৬৬টি (২০০÷৩ ≈ ৬৬)। ১ থেকে ৯৯ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা ৩৩টি (৯৯÷৩ = ৩৩)। সুতরাং, ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে (৬৬ – ৩৩) = ৩৩টি।

92. ”তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ____ সাহেবের কথা।”

A) আইয়ুব খান
B) ইয়াহিয়া
C) ভুট্টো
D) কিসিঞ্জার

Correct Answer: 3

Explanation: ”তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা” – উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন।

93. রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে, ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন। তিনি এখন কোন দিকে হাঁটছেন?

A) পূর্ব
B) পশ্চিম
C) উত্তর
D) দক্ষিণ

Correct Answer: 4

Explanation: প্রথমে উত্তর দিকে হাঁটার পর ডান দিকে ঘুরলে পূর্ব দিকে হাঁটেন। এরপর আবার ডান দিকে ঘুরলে দক্ষিণ দিকে হাঁটবেন।

94. “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক” – কে এই উক্তি করেন?

A) এম ডব্লিউ পাম্ফ্রে
B) এইচ ডি স্টেইন
C) মিশেল ক্যামডেসাস
D) জন স্মিথ

Correct Answer: 3

Explanation: ‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক’ – উক্তিটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মিশেল ক্যামডেসাসের।

95. ‘Political Ideals’ গ্রন্থের লেখক কে?

A) ম্যাকিয়াভেলি
B) Bertrand Russell
C) প্লেটো
D) অ্যারিস্টটল

Correct Answer: 2

Explanation: ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল 'Political Ideals' (১৯১৭) গ্রন্থটি রচনা করেন।

96. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?

A) অনুচ্ছেদ ১১
B) অনুচ্ছেদ ১৮
C) অনুচ্ছেদ ১৭
D) অনুচ্ছেদ ১৯

Correct Answer: 2

Explanation: সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা বলা হয়েছে।

97. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো?

A) বিভিন্নতা
B) পরিবর্তনশীলতা
C) আপেক্ষিকতা
D) উপরের সবগুলো

Correct Answer: 4

Explanation: মূল্যবোধ বিভিন্ন, পরিবর্তনশীল এবং আপেক্ষিক। সমাজ ও সময় ভেদে মূল্যবোধ পরিবর্তিত হয়।

98. প্লেটো “সদ্গুণ” বলতে বুঝিয়েছেন?

A) প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
B) আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
C) সুখ ও প্রেম
D) প্রতিজ্ঞা, প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, ন্যায়

Correct Answer: 1

Explanation: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়—এই চারটি গুণকে দার্শনিক প্লেটো প্রধান সদ্গুণ (Cardinal Virtues) বলেছেন।

99. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?

A) সামাজিক মূল্যবোধ
B) ইতিবাচক মূল্যবোধ
C) নৈতিক মূল্যবোধ
D) গণতান্ত্রিক মূল্যবোধ

Correct Answer: 2

Explanation: ইতিবাচক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত ও কাঙ্ক্ষিত।

100. কে ‘কর্তব্যের নৈতিকতার’ ধারণা প্রবর্তন করেন?

A) জন স্টুয়ার্ট মিল
B) অ্যারিস্টটল
C) জেরেমি বেন্থাম
D) ইমানুয়েল কান্ট

Correct Answer: 4

Explanation: জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট কর্তব্যের জন্য কর্তব্য (Duty for duty's sake) বা deontological ethics-এর ধারণার প্রবর্তক।

101. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো?

A) সুশাসন
B) রাষ্ট্র
C) নৈতিকতা
D) সমাজ

Correct Answer: 4

Explanation: সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। কারণ সমাজের মাধ্যমেই কোনো একটি সভ্যতা প্রতিষ্ঠা ও বিকাশ লাভ করে।

102. ‘সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল।’- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?

A) জাতিসংঘ
B) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
C) বিশ্বব্যাংক
D) এশীয় উন্নয়ন ব্যাংক

Correct Answer: 3

Explanation: ২০০০ সালে বিশ্বব্যাংক এক প্রকাশনায় উল্লেখ করে যে, সুশাসন চারটি প্রধান স্তম্ভের উপর প্রতিষ্ঠিত: দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ।

103. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?

A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষ প্রশ্ন’
B) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
C) কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’
D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’

Correct Answer: 2

Explanation: ‘চোখের বালি’ (১৯০৩) বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, যার অন্যতম প্রধান উপজীব্য বিষয় হলো বাল্যবিধবা বিনোদিনীর প্রেম ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব।

104. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?

A) গঙ্গা
B) পুতুলনাচের ইতিকথা
C) হাঁসুলী বাঁকের উপকথা
D) গৃহদাহ

Correct Answer: 1

Explanation: সমরেশ বসুর ‘গঙ্গা’ (১৯৫৭) উপন্যাসে দক্ষিণবঙ্গের নদী ও মৎস্যজীবী জেলেদের জীবন সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।

105. ”ডিঙ্গি টেনে বের করতে হবে” কোন ধরনের বাক্যের উদাহরণ?

A) কর্মবাচ্য
B) ভাববাচ্য
C) কর্মকর্তৃবাচ্য
D) যৌগিক

Correct Answer: 2

Explanation: যে বাচ্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে ভাববাচ্য বলে। এখানে কর্তার উল্লেখ নেই, ক্রিয়ার ভাবই প্রধান।

106. বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক?

A) আলাউদ্দিন আল আজাদ
B) সমরেশ মজুমদার
C) সমরেশ বসু
D) শওকত ওসমান

Correct Answer: 3

Explanation: ‘কালকূট’ হলো প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ বসুর ছদ্মনাম।

107. “পরানের গহীন ভিতর” কাব্যের কবি কে?

A) অসীম সাহা
B) অরুণাভ সরকার
C) আবু জাফর ওবায়দুল্লাহ
D) সৈয়দ শামসুল হক

Correct Answer: 4

Explanation: ‘পরানের গহীন ভিতর’ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যা আঞ্চলিক ভাষায় লেখা।

108. ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো’ - এ বাক্য কোন ধরনের?

A) অনুজ্ঞাবাচক
B) নির্দেশবোধক
C) বিস্ময়বোধক
D) প্রশ্নবোধক

Correct Answer: 2

Explanation: যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত বা নির্দেশ করা হয় তাকে নির্দেশবোধক বা বর্ণনামূলক বাক্য বলে।

109. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?

A) তোমাকে অভিবাদন, প্রিয়তমা
B) হুলিয়া
C) সোনালী কাবিন
D) স্মৃতিস্তম্ভ

Correct Answer: 4

Explanation: ভাষা আন্দোলন নিয়ে লেখা ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ।

110. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই?

A) ক্রিয়ার কাল
B) রস তত্ত্ব
C) বাক্যতত্ত্ব
D) রূপতত্ত্ব

Correct Answer: 3

Explanation: ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্ব বা রূপতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানই হলো বাক্যতত্ত্ব।

111. কোন বানানটি শুদ্ধ?

A) মনকষ্ট
B) মনঃকষ্ট
C) মনোকষ্ট
D) মণ কষ্ট

Correct Answer: 2

Explanation: বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী মনঃ + কষ্ট = মনঃকষ্ট। এটি শুদ্ধ বানান।

112. প্রচুর + য = প্রাচুর্য, কোন প্রত্যয়?

A) কৃৎ প্রত্যয়
B) তদ্ধিত প্রত্যয়
C) বাংলা কৃৎ প্রত্যয়
D) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়

Correct Answer: 4

Explanation: প্রচুর + য (ষ্ণ্য) = প্রাচুর্য। এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।

113. ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে?

A) হসন্ত
B) কার
C) রেফ
D) ফলা

Correct Answer: 4

Explanation: ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। যেমন: য-ফলা, র-ফলা, ব-ফলা ইত্যাদি।

114. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল কার?

A) দাশরথি রায়
B) রামনিধি গুপ্ত
C) ফকির গরীবুল্লাহ
D) রামরাম বসু

Correct Answer: 1

Explanation: দাশরথি রায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি স্বভাবকবি এবং পাঁচালী গানের রচয়িতা।

115. চারণ কবি হিসেবে বিখ্যাত কে?

A) ভরতচন্দ্র
B) আলাওল
C) মুকুন্দদাস
D) চন্দ্রাবতী

Correct Answer: 3

Explanation: মুকুন্দদাসকে চারণ কবি বলা হয়। তিনি স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু বিপ্লবী গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন।

116. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র?

A) হৈমন্তী
B) বিনোদিনী
C) আশালতা
D) চারুলতা

Correct Answer: 4

Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের কেন্দ্রীয় ও বিখ্যাত চরিত্র হলো ‘চারুলতা’।

117. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

A) শশব্যস্ত
B) কালচক্র
C) পরানপাখি
D) মনমাঝি

Correct Answer: 1

Explanation: উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হলো: শশব্যস্ত (শশকের ন্যায় ব্যস্ত)।

118. অপিনিহিতির উদাহরণ কোনটি?

A) জন্ম > জম্ম
B) আজি > আইজ
C) ডেস্ক > ডেক্স
D) লাবু > লাউ

Correct Answer: 2

Explanation: শব্দের মধ্যে ই-কার বা উ-কার তার স্বাভাবিক অবস্থানের আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন: আজি > আইজ।

119. কুসীদজীবী বলতে কাদের বোঝায়?

A) চারণকবি
B) সুদখোর
C) কৃষিজীবী
D) জেলে

Correct Answer: 2

Explanation: ‘কুসীদজীবী’ অর্থ সুদখোর; যে ব্যক্তি সুদের বিনিময়ে টাকা ধার দিয়ে জীবিকা অর্জন করে।

120. অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?

A) আবছায়া
B) নিখুঁত
C) আলুনি
D) অকাজ

Correct Answer: 3

Explanation: অভাব অর্থে ‘আ’ উপসর্গ ব্যবহৃত হয়েছে ‘আলুনি’ (লবণের অভাব) শব্দটিতে।

121. `Great Expectations' is a novel by ___

A) Charles Dickens
B) Thomas Hardy
C) Jane Austen
D) George Eliot

Correct Answer: 1

Explanation: Charles Dickens-এর Great Expectations উপন্যাসের মূল চরিত্র Pip।

122. `Lady Chatterley’s Lover’ was written by the author of ___

A) Lord Jim
B) The Rainbow
C) Ulysses
D) A Passage to India

Correct Answer: 2

Explanation: `Lady Chatterley's Lover` এবং `The Rainbow` উভয় উপন্যাসই D. H. Lawrence-এর লেখা।

123. Identify the word that can be used as both singular and plural:

A) wood
B) issue
C) fish
D) light

Correct Answer: 3

Explanation: `Fish` শব্দটি singular এবং plural উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। তবে বিভিন্ন প্রজাতির মাছ বোঝাতে `fishes` ব্যবহৃত হয়।

124. Find out the correct passive form of the sentence `Who taught you French?’

A) By whom you were taught French?
B) French was taught you by whom?
C) By whom was French taught to you?
D) By whom were you taught French?

Correct Answer: 4

Explanation: `Who` দিয়ে শুরু হওয়া Interrogative বাক্যের passive form `By whom` দিয়ে শুরু হয় এবং auxiliary verb subject-এর আগে বসে। তাই `By whom were you taught French?` সঠিক।

125. `The old man was tired of walking.’ Here `Walking’ is a/an ___

A) adjective
B) common noun
C) present participle
D) gerund

Correct Answer: 4

Explanation: এখানে `walking` শব্দটি preposition `of`-এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, যা একটি noun-এর কাজ। তাই এটি একটি Gerund।

126. Which one is a correct sentence?

A) The doctor felt my pulse.
B) The doctor took my pulse.
C) The doctor saw my pulse.
D) The doctor examined my pulse.

Correct Answer: 2

Explanation: `Take one's pulse` একটি সঠিক phrase, যার অর্থ নাড়ির স্পন্দন পরীক্ষা করা।

127. ‘I will not let you go.’ In this sentence `go’ is a/an ___

A) infinitive
B) participle
C) gerund
D) verbal noun

Correct Answer: 1

Explanation: `Let` verb-টির পরে `to` উহ্য থাকে। এখানে `go` একটি bare infinitive।

128. When Ushashi entered ____ the room, everybody stopped talking.

A) in
B) into
C) to
D) no preposition

Correct Answer: 4

Explanation: `Enter` verb-টির পরে কোনো স্থানে প্রবেশ করা অর্থে preposition ব্যবহৃত হয় না।

129. The play `The Birthday Party’ is written by ____

A) Samuel Beckett
B) Arthur Miller
C) Harold Pinter
D) Henry Livings

Correct Answer: 3

Explanation: `The Birthday Party` (1957) হ্যারল্ড পিন্টারের লেখা একটি বিখ্যাত নাটক।

130. “Time held me green and dying, though I sang in my chains like the sea.” These lines have been quoted from Dylan Thomas’ poem__

A) By Fire
B) Fern Hill
C) After the Funeral
D) The Flower

Correct Answer: 2

Explanation: এই চরণ দুটি ডিলান টমাসের বিখ্যাত `Fern Hill` কবিতা থেকে নেওয়া হয়েছে।

131. One whose attitude is `eat, drink and be merry’ is ___

A) cynic
B) epicurean
C) stoic
D) materialistic

Correct Answer: 2

Explanation: Epicurean জীবনদর্শনে ইন্দ্রিয় सुख ও আনন্দ উপভোগকে গুরুত্ব দেওয়া হয়। এই নীতিতে বিশ্বাসীকে Epicurean বলে।

132. ‘Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Ilium?’ Who speaks the famous lines?

A) Romeo
B) Caesar
C) Faustus
D) Antony

Correct Answer: 3

Explanation: এই বিখ্যাত উক্তিটি ক্রিস্টোফার মার্লোর `Doctor Faustus` নাটকের প্রধান চরিত্র ফস্টাসের।

133. The character `Alfred Doolittle` is taken from Shaw’s play titled__

A) Pygmalion
B) Man and Superman
C) Mrs. Warren's Profession
D) The Doctor's Dilemma

Correct Answer: 1

Explanation: জর্জ বার্নার্ড শ-এর `Pygmalion` নাটক থেকে আলফ্রেড ডুলিটল চরিত্রটি নেওয়া হয়েছে।

134. The poem `The Love Song of J. Alfred Prufrock’ is written by ___

A) Walter Scott
B) T. S. Eliot
C) Dan Brown
D) W. B. Yeats

Correct Answer: 2

Explanation: এই বিখ্যাত কবিতাটি টি. এস. এলিয়টের লেখা।

135. Who is the author of the first scientific romance `The Time Machine`?

A) H. G. Wells
B) Henry James
C) George Moore
D) Samuel Butler

Correct Answer: 1

Explanation: এইচ. জি. ওয়েলসকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর অন্যতম জনক বলা হয় এবং তিনিই `The Time Machine` রচনা করেন।

136. ‘Call me if you have any problems regarding your work.’ Here `regarding’ is a/an ___

A) noun
B) gerund
C) preposition
D) conjunction

Correct Answer: 3

Explanation: `Regarding` শব্দটি এখানে `about` বা `concerning`-এর সমার্থক হিসেবে ব্যবহৃত হয়েছে, যা একটি preposition-এর কাজ।

137. Select the correct comparative form of the sentence `A string of pearls was not so bright as her teeth.’

A) Her teeth were more bright than a string of pearls.
B) Her teeth were brighter than a string of pearls.
C) A string of pearls was brighter than her teeth.
D) A string of pearls was less bright than her teeth.

Correct Answer: 2

Explanation: Positive degree-কে comparative-এ রূপান্তরের নিয়ম অনুযায়ী, `Her teeth were brighter than a string of pearls` বাক্যটি সঠিক।

138. ‘Come on, it’s time to go home.’ Here `home’ is a/an ___

A) noun
B) verb
C) adjective
D) adverb

Correct Answer: 4

Explanation: `Home` শব্দটি এখানে `go` verb-টিকে modify করছে (কোথায় যেতে হবে) এবং স্থান নির্দেশ করছে। তাই এটি একটি Adverb of place।

139. ‘Huffing and puffing, we arrived at the classroom door...’ In this sentence the verb `arrived’ is ___

A) intransitive
B) transitive
C) causative
D) defective

Correct Answer: 1

Explanation: `Arrive` verb-টির কোনো object বা কর্ম নেই। তাই এটি একটি intransitive verb (অকর্মক ক্রিয়া)।

140. Which one of the following is a common gender?

A) emperor
B) sovereign
C) king
D) queen

Correct Answer: 2

Explanation: `Sovereign` (সার্বভৌম শাসক) শব্দটি পুরুষ বা নারী উভয়কেই বোঝাতে পারে, তাই এটি Common Gender।

141. △ABC এর ∠A=40° এবং ∠B=80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA=?

A) ১১০°
B) ১০০°
C) ৯০°
D) ৮০°

Correct Answer: 1

Explanation: △ABC-তে, ∠C = 180° - (∠A + ∠B) = 180° - (40° + 80°) = 60°। CD হলো ∠C-এর সমদ্বিখণ্ডক, সুতরাং ∠ACD = 60°/2 = 30°। এখন △ADC-তে, ∠CDA = 180° - (∠A + ∠ACD) = 180° - (40° + 30°) = 110°।

142. ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?

A) ১০
B) ১৫
C) ২৫
D) ৩০

Correct Answer: 4

Explanation: ৫ জন পুরুষ থেকে ১ জন পুরুষ নির্বাচন করা যায় ⁵C₁ উপায়ে। ৪ জন মহিলা থেকে ২ জন মহিলা নির্বাচন করা যায় ⁴C₂ উপায়ে। মোট কমিটি গঠন করা যাবে = ⁵C₁ × ⁴C₂ = 5 × (4×3)/(2×1) = 5 × 6 = 30 প্রকারে।

143. x + 2^(1/3) + 2^(2/3) = 0 হলে, x³ + 6 এর মান কত?

A) 4x
B) 6x
C) 4
D) 8

Correct Answer: 2

Explanation: x = - (2^(1/3) + 2^(2/3))। উভয় পক্ষকে ঘন করে পাই, x³ = -[ (2^(1/3))³ + (2^(2/3))³ + 3 * 2^(1/3) * 2^(2/3) * (2^(1/3) + 2^(2/3)) ] = -[ 2 + 4 + 3 * 2 * (-x) ] = -[ 6 - 6x ] = -6 + 6x। সুতরাং, x³ + 6 = 6x।

144. 5ˣ + 8×5ˣ + 16×5ˣ = 1 হলে, x এর মান কত?

A) -3
B) -2
C) -1
D) -1/2

Correct Answer: 2

Explanation: 5ˣ (1 + 8 + 16) = 1 => 5ˣ × 25 = 1 => 5ˣ = 1/25 => 5ˣ = 1/5² => 5ˣ = 5⁻²। সুতরাং, x = -2।

145. ০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + ... ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত?

A) 4/33
B) 4/99
C) 112/99
D) 14/99

Correct Answer: 1

Explanation: এটি একটি অসীম গুণোত্তর ধারা। প্রথম পদ a = 0.12 এবং সাধারণ অনুপাত r = 0.0012 / 0.12 = 0.01। যোগফল S = a / (1-r) = 0.12 / (1-0.01) = 0.12 / 0.99 = 12/99 = 4/33।

146. √(-8) × √(-2) = কত?

A) 4
B) 4i
C) -4
D) -4i

Correct Answer: 3

Explanation: √(-8) = √(8)i = 2√2 i এবং √(-2) = √2 i। সুতরাং, √(-8) × √(-2) = (2√2 i) × (√2 i) = 2 × 2 × i² = 4 × (-1) = -4।

147. |x – 2| < 3 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 5 < n হবে?

A) m=1, n=10
B) m=2, n=20
C) m=3, n=30
D) m=4, n=40

Correct Answer: 2

Explanation: |x – 2| < 3 => -3 < x-2 < 3 => -1 < x < 5। এখন, 3x নির্ণয় করি: -3 < 3x < 15। এরপর 5 যোগ করি: -3+5 < 3x+5 < 15+5 => 2 < 3x+5 < 20। m < 3x+5 < n এর সাথে তুলনা করে পাই, m=2 এবং n=20।

148. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

A) ৫%
B) ১০%
C) ২০%
D) ২৫%

Correct Answer: 1

Explanation: যেহেতু প্রস্থের কোনো পরিবর্তন হয়নি, তাই ক্ষেত্রফল ঠিক তত শতাংশই বৃদ্ধি পাবে, যত শতাংশ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। সুতরাং, ক্ষেত্রফল ৫% বৃদ্ধি পাবে।

149. চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?

A) ৮%
B) ৮ (১/৩)%
C) ১০%
D) ১১ (১/৯)%

Correct Answer: 4

Explanation: ব্যবহার বৃদ্ধি করতে হবে = [r / (100-r)] × 100% = [10 / (100-10)] × 100% = (10/90) × 100% = 100/9 % = ১১ (১/৯)%

150. ৬ সেন্টিমিটার ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?

A) ২১√৩ বর্গ সে.মি.
B) ২৩√৩ বর্গ সে.মি.
C) ২৫√৩ বর্গ সে.মি.
D) ২৭√৩ বর্গ সে.মি.

Correct Answer: 4

Explanation: বৃত্তের পরিব্যাসার্ধ R হলে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = R√3। এখানে R=6 সেমি, তাই a = 6√3 সেমি। ক্ষেত্রফল = (√3/4)a² = (√3/4) × (6√3)² = (√3/4) × 36 × 3 = 27√3 বর্গ সে.মি.।

151. 5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি কোনটি?

A) 5/12
B) 6/13
C) 11/24
D) 3/8

Correct Answer: 2

Explanation: দশমিকে রূপান্তর করলে: 5/12 ≈ 0.417, 6/13 ≈ 0.461, 11/24 ≈ 0.458, 3/8 = 0.375। সুতরাং, 6/13 বৃহত্তম।

152. a+b = 7 এবং ab = 12 হলে 1/a² + 1/b² এর মান কত?

A) 3/25
B) 25/144
C) 31/144
D) 1/49

Correct Answer: 2

Explanation: 1/a² + 1/b² = (b² + a²) / (ab)² = [(a+b)² - 2ab] / (ab)² = [7² - 2(12)] / 12² = [49 - 24] / 144 = 25/144।

153. বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

A) ৯৪০ টাকা
B) ৯৬০ টাকা
C) ৯৬৮ টাকা
D) ৯৮০ টাকা

Correct Answer: 3

Explanation: চক্রবৃদ্ধি মূলধন C = P(1 + r)ⁿ = 800(1 + 10/100)² = 800(1.1)² = 800 × 1.21 = ৯৬৮ টাকা।

154. log₂(log√e e²) = ?

A) -2
B) -1
C) 1
D) 2

Correct Answer: 4

Explanation: log√e e² = log(e^(1/2)) (e²) = 2 / (1/2) = 4। সুতরাং, log₂ 4 = log₂ 2² = 2।

155. ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে, সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?

A) ১/২২
B) ১/৬৪
C) ১/৬০
D) ২/৬৫

Correct Answer: 1

Explanation: ১ থেকে ৪৪০ পর্যন্ত মোট সংখ্যা ৪৪০টি। এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে ২০টি (১² থেকে ২০²=৪০০ পর্যন্ত)। সুতরাং, সম্ভাবনা = ২০/৪৪০ = ১/২২।

156. 50 মিনিট আগে সময় ছিল 4টা বেজে 45 মিনিট, 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?

A) ২৫ মিনিট
B) ৩০ মিনিট
C) ১৫ মিনিট
D) ২০ মিনিট

Correct Answer: 1

Explanation: ৫০ মিনিট আগে ৪:৪৫ হলে বর্তমান সময় ৪:৪৫ + ৫০ মিনিট = ৫:৩৫। ৬টা বাজতে বাকি আছে ৬:০০ – ৫:৩৫ = ২৫ মিনিট।

157. স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক?

A) একই দিক
B) উলম্ব রেখায়
C) সমান্তরালে
D) উল্টো দিকে

Correct Answer: 1

Explanation: সাধারণত ডানহাতি স্ক্রু এবং ঘড়ির কাঁটা উভয়ই একই দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে (clockwise) ঘোরে।

158. নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? ১৮/৩৬, ৫/৩, ১৬/৩১, ৪/১২

A) ১৮/৩৬
B) ৫/৩
C) ১৬/৩১
D) ৪/১২

Correct Answer: 4

Explanation: ১৮/৩৬ = ০.৫, ৫/৩ ≈ ১.৬৭, ১৬/৩১ ≈ ০.৫১, ৪/১২ ≈ ০.৩৩। সুতরাং ৪/১২ সবচেয়ে ছোট।

159. 0.1 × 3.33 × 7.1 = ?

A) 1.98
B) 2.3643
C) 5.18
D) 2.22

Correct Answer: 2

Explanation: 0.1 × 3.33 × 7.1 = 2.3643।

160. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?

A) ০.৫ % কমেছে
B) ০.২৫% কমেছে
C) ০.৫ % বেড়েছে
D) ০.২৫% বেড়েছে

Correct Answer: 2

Explanation: ধরি, প্রাথমিক বেতন ১০০ টাকা। ৫% কমার পর হয় ৯৫ টাকা। এরপর ৯৫ টাকার উপর ৫% বাড়লে হয় ৯৫ + (৯৫ × ০.০৫) = ৯৫ + ৪.৭৫ = ৯৯.৭৫ টাকা। মোটের উপর হ্রাস পেয়েছে ১০০ - ৯৯.৭৫ = ০.২৫%।

161. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? (পুনরাবৃত্তি)

A) ২৩
B) ৯৯
C) ৩৩
D) ১১

Correct Answer: 3

Explanation: ১০০-এর পরের প্রথম বিভাজ্য সংখ্যা ১০২ এবং ২০০-এর আগের শেষ বিভাজ্য সংখ্যা ১৯৮। এটি একটি সমান্তর ধারা। পদসংখ্যা = ((শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর) + ১ = ((১৯৮ - ১০২)/৩) + ১ = (৯৬/৩) + ১ = ৩২ + ১ = ৩৩।

162. নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়? (দ্রাতারিদা, অহোরাত্র, সাব ব অ ধ্য, রা বা বি প নি)

A) দ্রাতারিদা
B) অহোরাত্র
C) সাব ব অ ধ্য
D) রা বা বি প নি

Correct Answer: 2

Explanation: ‘অহোরাত্র’ নিজেই একটি অর্থবোধক শব্দ, যার অর্থ দিন ও রাত।

163. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? (8,4,7->39; 3,6,9->27; 7,9,5->?)

A) ৬৮
B) ৮১
C) ৮৪
D) ৫৪

Correct Answer: 1

Explanation: নিয়মটি হলো: (প্রথম সংখ্যা × দ্বিতীয় সংখ্যা) + তৃতীয় সংখ্যা। ১ম ত্রিভুজ: (৮ × ৪) + ৭ = ৩৯। ২য় ত্রিভুজ: (৩ × ৬) + ৯ = ২৭। সুতরাং, ৩য় ত্রিভুজ: (৭ × ৯) + ৫ = ৬৩ + ৫ = ৬৮।

164. “RELATION” এর আয়নার প্রতিবিম্ব কোনটি হবে?

A) NOITALER
B) उल्टा RELATION
C) ЯƎL∀TION
D) কোনোটিই নয়

Correct Answer: 2

Explanation: আয়নায় দেখলে প্রতিটি অক্ষর পাশাপাশি উল্টে যাবে (পার্শ্বীয় পরিবর্তন) এবং সম্পূর্ণ শব্দটি উল্টো দিক থেকে দেখা যাবে।

165. ৫ জন ব্যক্তির ট্রেনে ভ্রমণ করেছেন, তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন খ-এর মা, গ আবার ঙ-এর স্ত্রী, ঘ হলেন ক-এর ভাই এবং খ হলেন গ-এর বাবা। ঙ-এর সঙ্গে খ-এর সম্পর্ক কী?

A) ভাই
B) চাচা
C) ছেলে
D) শ্বশুর

Correct Answer: 4

Explanation: খ হলেন গ-এর বাবা এবং গ হলেন ঙ-এর স্ত্রী। সুতরাং, খ হলেন ঙ-এর স্ত্রীর বাবা, অর্থাৎ শ্বশুর।

166. যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?

A) বুধবার
B) সোমবার
C) রবিবার
D) শনিবার

Correct Answer: 1

Explanation: ২য় দিন এবং ১৮তম দিনের মধ্যে পার্থক্য ১৬ দিন। ১৬ ÷ ৭ = ২ সপ্তাহ এবং ২ দিন অবশিষ্ট থাকে। সুতরাং, বারটি হবে সোমবারের ২ দিন পর, অর্থাৎ বুধবার।

167. আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?

A) দূরত্ব
B) ওজন
C) সময়
D) ভর

Correct Answer: 1

Explanation: আলোকবর্ষ হলো দূরত্ব পরিমাপের একটি একক, যা জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত হয়। আলো এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে।

168. মূল্যবোধ দৃঢ় হয়—

A) সুশাসনের মাধ্যমে
B) শিক্ষার মাধ্যমে
C) ধর্মের মাধ্যমে
D) গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে

Correct Answer: 2

Explanation: মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। শিশুকাল থেকে পরিবার ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে মূল্যবোধ গঠিত ও শক্তিশালী হয়।

169. What is the noun form of ‘know’?

A) known
B) knowledge
C) knowing
D) knowledgeable

Correct Answer: 2

Explanation: `know` (verb) এর noun form হলো `knowledge` (বিশেষ্য)।