BCS, Primary, NTRCA, Admission Preparation Guide
প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলাে—
Correct Answer: অপ্রয়ােজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
2. বিকেএসপি হলাে—
Correct Answer: একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
3. মা ও মণি হলাে—
Correct Answer: একটি ক্রীড়া প্রতিযােগিতার নাম
4. ‘প্রাচীন চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম
Correct Answer: বরিশাল
5. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর
Correct Answer: ভিয়েনা
6. জাপানের পার্লামেন্টের নাম
Correct Answer: ডায়েট
7. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Correct Answer: বেরিং
8. সাউথ কমিশনের চেয়ারম্যান
Correct Answer: জুলিয়াস নায়ারে
9. ওডারনীস নদী—
Correct Answer: পূর্ব জার্মানি ও পােল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
10. জাতিসংঘ দিবস পালিত হয়—
Correct Answer: ২৪ অক্টোবর
11. আফটা (AFTA) বলতে বােঝায়
Correct Answer: একটি বাণিজ্যিক গােষ্ঠী
12. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়—
Correct Answer: ৫ জুন
13. নামিবিয়ার রাজধানী –
Correct Answer: উইন্ডহুক
14. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে
Correct Answer: বিনা সুদে
15. ‘হারারে’ এর পুরাতন নাম—
Correct Answer: সলসবেরী
16. পবিত্রভূমি কোনটিকে বলা হয়?
Correct Answer: জেরুজালেম
17. মালদ্বীপের মুদ্রার নাম কী?
Correct Answer: রূপাইয়া
18. ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
Correct Answer: বার্সেলােনা
19. আন্তর্জাতিক রােটারি সংস্থার প্রতিষ্ঠাতা
Correct Answer: Paul Haris
20. এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
Correct Answer: ইয়েমেন