50th BCS Exam Model- 9

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলাে—

1: ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
2: অপ্রয়ােজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
3: ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
4: বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা

Correct Answer: অপ্রয়ােজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা

বাংলাদেশের জাতীয় ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো অপ্রয়োজনীয়, ক্ষতিকর এবং নকল ঔষধ প্রস্তুত বন্ধ করে মানসম্মত ঔষধের সরবরাহ নিশ্চিত করা।

2. বিকেএসপি হলাে—

1: একটি কিশাের ফুটবল টিমের নাম
2: একটি সংবাদ সংস্থার নাম
3: একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
4: একটি ক্রীড়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম

Correct Answer: একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম

বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) হলো একটি জাতীয় ক্রীড়া শিক্ষা সংস্থা, যা সাভারে অবস্থিত।

3. মা ও মণি হলাে—

1: একটি উপন্যাসের নাম
2: একটি গরিব মা ও মেয়ের গল্পকাহিনী
3: একটি ক্রীড়া প্রতিযােগিতার নাম
4: একটি প্রসাধন শিল্পের নাম

Correct Answer: একটি ক্রীড়া প্রতিযােগিতার নাম

মা ও মণি গোল্ডকাপ একটি কিশোর (অনূর্ধ্ব-১৪) ফুটবল টুর্নামেন্টের নাম।

4. ‘প্রাচীন চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম

1: মালদ্বীপ
2: হাতিয়া
3: বরিশাল
4: সন্দ্বীপ

Correct Answer: বরিশাল

প্রাচীনকালে বরিশাল অঞ্চল চন্দ্রদ্বীপ ও বাকলা নামে পরিচিত ছিল। তাই প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল।

5. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর

1: ভিয়েনা
2: বন
3: জেনেভা
4: রােম

Correct Answer: ভিয়েনা

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (International Atomic Energy Agency - IAEA) এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।

6. জাপানের পার্লামেন্টের নাম

1: ডায়েট
2: পিনসাস
3: নেসেট
4: সােরা

Correct Answer: ডায়েট

জাপানের পার্লামেন্টের নাম ডায়েট (Diet)। ইসরাইলের পার্লামেন্টের নাম নেসেট।

7. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

1: ফ্লোরিডা
2: পক
3: জিব্রাল্টার
4: বেরিং

Correct Answer: বেরিং

বেরিং প্রণালী এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে।

8. সাউথ কমিশনের চেয়ারম্যান

1: জেনারেল সুহার্তো
2: রবার্ট মুগাবে
3: জুলিয়াস নায়ারে
4: ফিডেল ক্যাস্ট্রো

Correct Answer: জুলিয়াস নায়ারে

সাউথ কমিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তাঞ্জানিয়ার সাবেক প্রেসিডেন্ট জুলিয়াস নায়ারে।

9. ওডারনীস নদী—

1: পূর্ব জার্মানি ও পােল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
2: পশ্চিম জার্মানি ও চেকোস্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক
3: পশ্চিম জার্মানি ও পােল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
4: সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক

Correct Answer: পূর্ব জার্মানি ও পােল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওডার এবং নীস নদী বরাবর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমারেখা (ওডার-নীস লাইন) নির্ধারণ করা হয়।

10. জাতিসংঘ দিবস পালিত হয়—

1: ২৪ অক্টোবর
2: ২৪ আগস্ট
3: ২৪ ডিসেম্বর
4: ২৪ নভেম্বর

Correct Answer: ২৪ অক্টোবর

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয় এবং জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তাই প্রতি বছর এই দিনটি জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়।

11. আফটা (AFTA) বলতে বােঝায়

1: একটি বাণিজ্যিক গােষ্ঠী
2: পূর্ব আফ্রিকান একটি সংবাদ সংস্থা
3: একটি বিমান সংস্থা
4: একটি সামরিক চুক্তি

Correct Answer: একটি বাণিজ্যিক গােষ্ঠী

AFTA (ASEAN Free Trade Area) হলো দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট ASEAN-এর অন্তর্ভুক্ত একটি মুক্ত বাণিজ্য এলাকা বা বাণিজ্যিক গোষ্ঠী।

12. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়—

1: ৭ জুলাই
2: ৯ মার্চ
3: ৫ জুন
4: ২১ মে

Correct Answer: ৫ জুন

প্রতি বছর ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

13. নামিবিয়ার রাজধানী –

1: কারাভু
2: উইন্ডহুক
3: প্রিটোরিয়া
4: কোটাভি

Correct Answer: উইন্ডহুক

নামিবিয়ার রাজধানী উইন্ডহুক। প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী।

14. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে

1: স্বাভাবিক সুদে
2: বিনা সুদে
3: অল্প সুদে
4: অতি সামান্য সুদে

Correct Answer: বিনা সুদে

ইসলামী উন্নয়ন ব্যাংক (IsDB) ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত হয় এবং সুদমুক্ত অর্থায়ন নীতির উপর ভিত্তি করে বিনা সুদে ঋণ প্রদান করে থাকে।

15. ‘হারারে’ এর পুরাতন নাম—

1: সলসবেরী
2: ফরমােজা
3: পেট্রোগ্রাড
4: রােডেসিয়া

Correct Answer: সলসবেরী

জিম্বাবুয়ের রাজধানী হারারে-এর পূর্বতন নাম ছিল সলসবেরি (Salisbury)।

16. পবিত্রভূমি কোনটিকে বলা হয়?

1: প্যালেস্টাইন
2: জেরুজালেম
3: জেদ্দা
4: তাইফ

Correct Answer: জেরুজালেম

জেরুজালেম শহরটি ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম—এই তিনটি প্রধান ধর্মের অনুসারীদের কাছেই পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

17. মালদ্বীপের মুদ্রার নাম কী?

1: রূপি
2: ডলার
3: পাউন্ড
4: রূপাইয়া

Correct Answer: রূপাইয়া

মালদ্বীপের মুদ্রার নাম মালদ্বীপীয় রুফিয়া (Rufiyaa), যা রুপাইয়া নামেও পরিচিত।

18. ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?

1: বার্সেলােনা
2: জুরিখ
3: বার্লিন
4: ব্রাসেলস

Correct Answer: বার্সেলােনা

১৯৯২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত হয়েছিল।

19. আন্তর্জাতিক রােটারি সংস্থার প্রতিষ্ঠাতা

1: W. Wilson
2: Paul Haris
3: Baden Powel
4: H. Wilson

Correct Answer: Paul Haris

১৯০৫ সালে মার্কিন আইনজীবী পল পি. হ্যারিস (Paul P. Harris) রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন।

20. এডেন কোন দেশের সমুদ্র বন্দর?

1: ইয়েমেন
2: কাতার
3: ওমান
4: ইরাক

Correct Answer: ইয়েমেন

এডেন হলো ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এবং অর্থনৈতিক কেন্দ্র।