BCS, Primary, NTRCA, Admission Preparation Guide
প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1. বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয় কী ছিল?
Correct Answer: তত্ত্বাবধায়ক সরকার
2. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
Correct Answer: চতুর্থ তফসিল
3. কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশিরি’, নেত্রকোনায়?
Correct Answer: গারো
4. বাংলাদেশের বাণিজ্য ঘাটতির ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
Correct Answer: প্রবাসীদের পাঠানো remittance এর মাধ্যমে
5. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
Correct Answer: শশাঙ্ক
6. বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?
Correct Answer: রাজা পঞ্চম জর্জ
7. ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
Correct Answer: মুঘল আমলে
8. স্টিভ চেন ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব (Youtube) প্রতিষ্ঠা করেন?
Correct Answer: জawed Karim
9. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
Correct Answer: ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
10. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ছিলেন?
Correct Answer: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
11. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
Correct Answer: জার্মানি
12. সামরিক ভাষায় WMD অর্থ কি?
Correct Answer: Weapons of Mass Destruction
13. ২০২০ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষ স্থান অর্জনকারী দেশের নাম কি?
Correct Answer: ডেনমার্ক
14. জাতিসংঘের কোন সংস্থাটি করোনাভাইরাসকে “Pandemic” ঘোষণা করেছে?
Correct Answer: WHO
15. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
Correct Answer: UNCTAD
16. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
Correct Answer: গাম্বিয়া
17. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
Correct Answer: সিয়েরা লিওন
18. ‘জাতিসংঘ’ নামকরণ করেন কে?
Correct Answer: রুজভেল্ট
19. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
Correct Answer: তুরস্ক
20. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Correct Answer: ১৯৪৯