50th BCS Exam Model- 7

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয় কী ছিল?

1: বহুদলীয় ব্যবস্থা
2: বাকশাল প্রতিষ্ঠা
3: তত্ত্বাবধায়ক সরকার
4: সংসদে মহিলা আসন

Correct Answer: তত্ত্বাবধায়ক সরকার

সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর (১৯৯৬) মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।

2. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?

1: চতুর্থ তফসিল
2: পঞ্চম তফসিল
3: তৃতীয় তফসিল
4: প্রথম তফসিল

Correct Answer: চতুর্থ তফসিল

চতুর্থ তফসিলে বর্ণিত ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানমালার অপব্যবহার করে সামরিক শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

3. কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশিরি’, নেত্রকোনায়?

1: সাঁওতাল
2: গারো
3: খাসিয়া
4: মুরং

Correct Answer: গারো

গারো জনগোষ্ঠীর অন্যতম প্রধান আবাসস্থল বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিরিশিরি অঞ্চলে।

4. বাংলাদেশের বাণিজ্য ঘাটতির ভারসাম্য কীভাবে রক্ষা হয়?

1: IDA credit এর মাধ্যমে
2: IMF ‘bailout’ package এর মাধ্যমে
3: প্রবাসীদের পাঠানো remittance এর মাধ্যমে
4: বিশ্বব্যাংকের budgetary support এর মাধ্যমে

Correct Answer: প্রবাসীদের পাঠানো remittance এর মাধ্যমে

রপ্তানির চেয়ে আমদানি বেশি হওয়ায় যে বাণিজ্য ঘাটতি তৈরি হয়, তার ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।

5. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?

1: ধর্মপাল
2: শশাঙ্ক
3: বিজয় সেন
4: অশোক

Correct Answer: শশাঙ্ক

গৌড়রাজ শশাঙ্ককে অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হিসেবে বিবেচনা করা হয়।

6. বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?

1: লর্ড কার্জন
2: রাজা পঞ্চম জর্জ
3: লর্ড মাউন্টব্যাটেন
4: লর্ড হার্ডিঞ্জ

Correct Answer: রাজা পঞ্চম জর্জ

১৯১১ সালে দিল্লি দরবারে ব্রিটিশ সম্রাট রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। এ সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ।

7. ঢাকা শহরের গোড়াপত্তন হয়-

1: ব্রিটিশ আমলে
2: সুলতানি আমলে
3: মুঘল আমলে
4: স্বাধীন নবাবী আমলে

Correct Answer: মুঘল আমলে

মুঘল আমলে ১৬১০ সালে সুবেদার ইসলাম খান ঢাকাকে সুবা বাংলার রাজধানী করার মাধ্যমে এর গোড়াপত্তন করেন।

8. স্টিভ চেন ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব (Youtube) প্রতিষ্ঠা করেন?

1: জawed Karim
2: জাওয়াদুল করিম
3: ফজলুল করিম
4: মুনজুরুল করিম

Correct Answer: জawed Karim

স্টিভ চেন ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জাওয়েদ করিম ২০০৫ সালে ইউটিউব প্রতিষ্ঠা করেন।

9. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?

1: ২০ ফেব্রুয়ারি, ১৯৭৪
2: ২১ ফেব্রুয়ারি, ১৯৭৪
3: ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
4: ২৩ ফেব্রুয়ারি, ১৯৭৪

Correct Answer: ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪

লাহোরে ওআইসি সম্মেলনের ঠিক আগে ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ তারিখে পাকিস্তান বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

10. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ছিলেন?

1: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
2: মোহাম্মদ উল্লাহ
3: তাজউদ্দীন আহমেদ
4: ক্যাপ্টেন এম মনসুর আলী

Correct Answer: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংসদ নেতা ছিলেন।

11. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?

1: সুইডেন
2: যুক্তরাজ্য
3: মার্কিন যুক্তরাষ্ট্র
4: জার্মানি

Correct Answer: জার্মানি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) জার্মানির বার্লিন ভিত্তিক একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যা দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করে।

12. সামরিক ভাষায় WMD অর্থ কি?

1: Weapons of Mass Destruction
2: Worldwide Mass Destruction
3: Weapons of Missile Destruction
4: Weapons for Massive Destruction

Correct Answer: Weapons of Mass Destruction

WMD এর পূর্ণরূপ হলো Weapons of Mass Destruction, যা ব্যাপক বিধ্বংসী অস্ত্র (যেমন পারমাণবিক, রাসায়নিক, জৈবিক) বোঝাতে ব্যবহৃত হয়।

13. ২০২০ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষ স্থান অর্জনকারী দেশের নাম কি?

1: ডেনমার্ক
2: জার্মানি
3: সিঙ্গাপুর
4: নরওয়ে

Correct Answer: ডেনমার্ক

২০২০ সালে প্রকাশিত ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের আইনের শাসন সূচকে শীর্ষ স্থান অর্জনকারী দেশ ছিল ডেনমার্ক।

14. জাতিসংঘের কোন সংস্থাটি করোনাভাইরাসকে “Pandemic” ঘোষণা করেছে?

1: HRC
2: FAO
3: WHO
4: ECOSOC

Correct Answer: WHO

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO (World Health Organization) করোনাভাইরাসকে “Pandemic” বা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে।

15. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?

1: WTO
2: MIGA
3: WB
4: UNCTAD

Correct Answer: UNCTAD

UNCTAD (United Nations Conference on Trade and Development) প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (World Investment Report) প্রকাশ করে।

16. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?

1: আলজেরিয়া
2: গাম্বিয়া
3: নাইজেরিয়া
4: বাংলাদেশ

Correct Answer: গাম্বিয়া

ওআইসি'র পক্ষ থেকে আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে।

17. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?

1: সুদান
2: সিয়েরা লিওন
3: লাইবেরিয়া
4: রুয়ান্ডা

Correct Answer: সিয়েরা লিওন

আফ্রিকার দেশ সিয়েরা লিওন জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি সৈন্যদের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাকে তাদের অন্যতম সরকারী ভাষার মর্যাদা দিয়েছে।

18. ‘জাতিসংঘ’ নামকরণ করেন কে?

1: রুজভেল্ট
2: দ্য গল
3: চার্চিল
4: স্ট্যালিন

Correct Answer: রুজভেল্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ‘জাতিসংঘ’ (United Nations) নামটি প্রস্তাব করেন।

19. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?

1: মালয়েশিয়া
2: পাকিস্তান
3: সৌদি আরব
4: তুরস্ক

Correct Answer: তুরস্ক

তুরস্ক এবং আলবেনিয়া ন্যাটোর সদস্য মুসলিম দেশ।

20. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) কোন বছর প্রতিষ্ঠিত হয়?

1: ১৯৪৫
2: ১৯৪৯
3: ১৯৪৮
4: ১৯৫১

Correct Answer: ১৯৪৯

১৯৪৯ সালের ৪ এপ্রিল ন্যাটো (North Atlantic Treaty Organization) প্রতিষ্ঠিত হয়।