50th BCS Exam Model- 6

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?

1: আনেগ্রেট ক্রাম্প
2: পাউলিনা হেড্রিচ
3: অ্যাঙ্গেলা মের্কেল
4: পেট্রা কেলি

Correct Answer: অ্যাঙ্গেলা মের্কেল

অ্যাঙ্গেলা মের্কেল জার্মানির প্রথম নারী চ্যান্সেলর। তিনি ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।

2. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?

1: ৫টি
2: ৩টি
3: ২টি
4: ৪টি

Correct Answer: ৪টি

২০২০ সালের ২৩ জানুয়ারি আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারের প্রতি চারটি সুনির্দিষ্ট নির্দেশনা দেয়।

3. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?

1: ক্যামেরুন এবং নাইজেরিয়া
2: ভেনেজুয়েলা এবং পেরু
3: ইথিওপিয়া ও ইরিত্রিয়া
4: মালি এবং সেনেগাল

Correct Answer: ইথিওপিয়া ও ইরিত্রিয়া

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদকে প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত সংঘাত নিরসনে ভূমিকা রাখার জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

4. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?

1: ১৯১১
2: ১৯১২
3: ১৯১০
4: ১৯০৫

Correct Answer: ১৯১১

১৯১১ সালের ১২ ডিসেম্বর, বঙ্গভঙ্গ রদের ঘোষণার সাথে সাথে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেওয়া হয়।

5. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?

1: দক্ষিণ আমেরিকা
2: মধ্যপ্রাচ্য
3: ইউরোপ
4: আফ্রিকা

Correct Answer: দক্ষিণ আমেরিকা

ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা অঞ্চলে, বিশেষ করে আধুনিক পেরুতে, বিকাশ লাভ করেছিল।

6. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?

1: ডেনমার্ক
2: সুইডেন
3: উজবেকিস্তান
4: ইংল্যান্ড

Correct Answer: উজবেকিস্তান

উজবেকিস্তান সহ মধ্য এশিয়ার বেশ কিছু প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রে রাশিয়ার সামরিক উপস্থিতি বা ঘাঁটি ব্যবহারের সুবিধা রয়েছে।

7. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?

1: রাশিয়া
2: সুইডেন
3: নরওয়ে
4: ডেনমার্ক

Correct Answer: সুইডেন

ফিনল্যান্ড বহু শতাব্দী ধরে সুইডেনের অধীনে ছিল। পরবর্তীতে ১৮০৯ সালে এটি রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত হয়।

8. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?

1: জিব্রাল্টার প্রণালী
2: বসফরাস প্রণালী
3: বাব-এল-মান্দেব প্রণালী
4: বেরিং প্রণালী

Correct Answer: বাব-এল-মান্দেব প্রণালী

বাব-এল-মান্দেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে যুক্ত করেছে এবং এশিয়া (ইয়েমেন) মহাদেশকে আফ্রিকা (জিবুতি) মহাদেশ থেকে পৃথক করেছে।

9. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কোন সালে গঠিত হয়?

1: ১৯৪৮
2: ১৯৪৫
3: ১৯৪৪
4: ১৯৪৯

Correct Answer: ১৯৪৪

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (IMF) ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং এর কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সাল থেকে।

10. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?

1: ১৯৯৫
2: ১৯৯১
3: ১৯৯৬
4: ১৯৯০

Correct Answer: ১৯৯১

২০২০ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের মনোনয়ন পাওয়ার জন্য ন্যূনতম ১৯৯১ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন ছিল।

11. মার্বেল কোন ধরনের শিলা?

1: রূপান্তরিত
2: আগ্নেয় শিলা
3: পাললিক শিলা
4: মিশ্র শিলা

Correct Answer: রূপান্তরিত

চুনাপাথর (পাললিক শিলা) উচ্চ তাপ ও চাপে পরিবর্তিত হয়ে মার্বেলে (রূপান্তরিত শিলা) পরিণত হয়।

12. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?

1: সিরাস
2: নিম্বাস
3: কিউমুলাস
4: স্ট্র্যাটাস

Correct Answer: কিউমুলাস

কিউমুলাস মেঘ সাধারণত বায়ুমণ্ডলের মাঝারি উচ্চতায় গঠিত হয়। এগুলো দেখতে স্তূপের মতো এবং সাদা থেকে ধূসর রঙের হয়ে থাকে।

13. বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত?

1: মেঘনা মোহনায়
2: বঙ্গোপসাগরে
3: পদ্মা এবং যমুনার সংযোগস্থলে
4: টেকনাফের দক্ষিণে

Correct Answer: বঙ্গোপসাগরে

বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান হলো বেঙ্গল ফ্যান, যা গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদী বাহিত পলি দ্বারা বঙ্গোপসাগরের তলদেশে গঠিত হয়েছে।

14. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো?

1: আপদ ঝুঁকি হ্রাস
2: জলবায়ু পরিবর্তন হ্রাস
3: জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
4: সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা

Correct Answer: জলবায়ু পরিবর্তন হ্রাস

প্যারিস চুক্তি (২০১৫) একটি আন্তর্জাতিক চুক্তি যা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার লক্ষ্যে স্বাক্ষরিত হয়।

15. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?

1: মধুপুর গড়ে
2: সুন্দরবনের দক্ষিণে
3: হাওর অঞ্চলে
4: টারশিয়ারি পাহাড়ে

Correct Answer: সুন্দরবনের দক্ষিণে

বঙ্গবন্ধু দ্বীপ সুন্দরবনের দক্ষিণে মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে অবস্থিত একটি নতুন জেগে ওঠা দ্বীপ।

16. UDMC এর পূর্ণরূপ কী?

1: Union Disaster Management Centre
2: Union Disaster Management Committee
3: United Disaster Management Committee
4: None of the above

Correct Answer: Union Disaster Management Committee

UDMC এর পূর্ণরূপ হলো Union Disaster Management Committee (ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি)।

17. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম?

1: আইসোপ্লিথ
2: আইসোহাইট
3: আইসোহ্যালাইন
4: আইসোথার্ম

Correct Answer: আইসোহাইট

একই পরিমাণ বৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে সংযোগকারী কাল্পনিক রেখাকে আইসোহাইট (Isohyet) বলা হয়।

18. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?

1: ময়নামতি
2: পুণ্ড্রবর্ধন
3: পাহাড়পুর
4: সোনারগাঁও

Correct Answer: পুণ্ড্রবর্ধন

পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন (বর্তমান মহাস্থানগড়) হলো বাংলাদেশের ভূখণ্ডে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন নগর বসতি।

19. নিচের কোনটি সত্য নয়?

1: ইরাবতী মায়ানমারের একটি নদী
2: গোবী মরুভূমি চীনে অবস্থিত
3: থর মরুভূমি পাকিস্তানের পশ্চিমে অবস্থিত
4: সাজেক ভ্যালি রাঙামাটিতে অবস্থিত

Correct Answer: থর মরুভূমি পাকিস্তানের পশ্চিমে অবস্থিত

থর মরুভূমি ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত, এটি পাকিস্তানের পূর্বে অবস্থিত, পশ্চিমে নয়। গোবী মরুভূমি চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত।

20. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?

1: জানুয়ারি
2: এপ্রিল
3: ডিসেম্বর
4: সেপ্টেম্বর

Correct Answer: জানুয়ারি

পৃথিবীর অক্ষীয় হেলানো অবস্থানের কারণে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় এবং উষ্ণতম মাস সাধারণত জানুয়ারি। উত্তর গোলার্ধে তখন শীতকাল।