BCS, Primary, NTRCA, Admission Preparation Guide
প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
Correct Answer: অ্যাঙ্গেলা মের্কেল
2. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
Correct Answer: ৪টি
3. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
Correct Answer: ইথিওপিয়া ও ইরিত্রিয়া
4. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?
Correct Answer: ১৯১১
5. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
Correct Answer: দক্ষিণ আমেরিকা
6. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
Correct Answer: উজবেকিস্তান
7. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
Correct Answer: সুইডেন
8. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Correct Answer: বাব-এল-মান্দেব প্রণালী
9. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কোন সালে গঠিত হয়?
Correct Answer: ১৯৪৪
10. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
Correct Answer: ১৯৯১
11. মার্বেল কোন ধরনের শিলা?
Correct Answer: রূপান্তরিত
12. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
Correct Answer: কিউমুলাস
13. বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত?
Correct Answer: বঙ্গোপসাগরে
14. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো?
Correct Answer: জলবায়ু পরিবর্তন হ্রাস
15. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
Correct Answer: সুন্দরবনের দক্ষিণে
16. UDMC এর পূর্ণরূপ কী?
Correct Answer: Union Disaster Management Committee
17. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম?
Correct Answer: আইসোহাইট
18. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
Correct Answer: পুণ্ড্রবর্ধন
19. নিচের কোনটি সত্য নয়?
Correct Answer: থর মরুভূমি পাকিস্তানের পশ্চিমে অবস্থিত
20. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
Correct Answer: জানুয়ারি