BCS, Primary, NTRCA, Admission Preparation Guide
প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1. একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r-এর মান কত?
Correct Answer: n/(√2-1)
2. a – {a – (a +1)} = কত?
Correct Answer: a + 1
3. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
Correct Answer: ৪ লিটার
4. (0.0001 * 0.01) / 0.001 = কত?
Correct Answer: ০.০০১
5. ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?
Correct Answer: ২৫.৯৩ টাকা
6. ১০টি সংখ্যার যােগফল ৪৬২। এদের প্রথম ৪টার গড় ৫২ এবং শেষের ৫টার গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
Correct Answer: ৬৪
7. পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ ফুট। BC= ৬ ফুট, CF = ৫ ফুট, DE = কত?
Correct Answer: ১৫ ফুট
8. যদি a³–b³ = 513 এবং a-b = 3 হয় তবে ab-এর মান কত?
Correct Answer: 54
9. (x + 3) (x -3) কে x² - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
Correct Answer: -3
10. ২টা ১৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
Correct Answer: ২২.৫°
11. এক মিটার সমান কত ইঞ্চি?
Correct Answer: ৩৯.৩৭ ইঞ্চি
12. ইউরিয়া সারের কাঁচামাল?
Correct Answer: এমােনিয়া
13. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে—
Correct Answer: ১০ নিউটন
14. ধানের ফুলে পরাগ সংযােগ ঘটে
Correct Answer: বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
15. ইস্পাত সাধারণ লােহা থেকে ভিন্ন। কারণ এতে
Correct Answer: সুনিয়ন্ত্রিত পরিমাণে কার্বন রয়েছে
16. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলাে—
Correct Answer: মিথেন
17. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়
Correct Answer: পরমাণু
18. সমুদ্রস্রোতের অন্যতম কারণ—
Correct Answer: বায়ুপ্রবাহের প্রভাব
19. কাজ করার সামর্থ্যকে বলে—
Correct Answer: শক্তি
20. রঙধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলি—
Correct Answer: প্রিজমের কাজ করে