50th BCS Exam Model- 10

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলাে—

1: জিপসাম
2: বালি
3: সাজি মাটি
4: চুনাপাথর

Correct Answer: বালি

কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি বা সিলিকা (Silicon Dioxide, SiO₂)।

2. মানুষের ক্রোমােজোমের সংখ্যা কত?

1: ২৪ জোড়া
2: ২৬ জোড়া
3: ২৩ জোড়া
4: ২৫ জোড়া

Correct Answer: ২৩ জোড়া

মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা ২৩ জোড়া বা ৪৬টি।

3. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযােগাযােগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত, তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে –

1: ওয়েভ গাইডের মধ্য দিয়ে
2: খােলামেলা জায়গার মধ্য দিয়ে সরলরেখায়
3: বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে
4: ভূমি ও আয়নােস্ফিয়ারের মধ্যে প্রতিফলিত হয়ে

Correct Answer: ওয়েভ গাইডের মধ্য দিয়ে

মাইক্রোওয়েভ যোগাযোগ ব্যবস্থায় সংকেত প্রেরণের জন্য ওয়েভগাইড ব্যবহার করা হয় যা সংকেতকে একটি নির্দিষ্ট পথে চালিত করে।

4. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে

1: ট্রান্সফরমার
2: জেনারেটর
3: স্টোরেজ ব্যাটারি
4: ক্যাপাসিটর

Correct Answer: স্টোরেজ ব্যাটারি

দিনের বেলায় সৌরকোষ থেকে উৎপাদিত বিদ্যুৎ স্টোরেজ ব্যাটারিতে জমা করে রাখলে তা রাতে ব্যবহার করা সম্ভব।

5. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ

1: কম হয়
2: বেশি হয়
3: একই হয়
4: খুব কম হয়

Correct Answer: একই হয়

সাধারণ ফ্যানের রেগুলেটরগুলো রোধক হিসেবে কাজ করে যা অতিরিক্ত বিদ্যুৎকে তাপে রূপান্তরিত করে গতি কমায়। ফলে পাখা ধীরে ঘুরলেও মূল বিদ্যুৎ খরচ একই থাকে। তবে আধুনিক ইলেকট্রনিক রেগুলেটরে বিদ্যুৎ খরচ কম হয়।

6. কম্পিউটারের সফটওয়্যার বলতে বােঝানাে হয়—

1: এর প্রােগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
2: যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
3: তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
4: কম্পিউটারে তৈরির নকশা

Correct Answer: এর প্রােগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল

কম্পিউটার সফটওয়্যার হলো বিভিন্ন প্রোগ্রাম, নির্দেশাবলী বা কর্ম পরিকল্পনার সমষ্টি যা কম্পিউটার হার্ডওয়্যারকে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য নির্দেশ দেয়।

7. বাংলাদেশে মােট আবাদযােগ্য জমির পরিমাণ প্রায় কত?

1: ২ কোটি একর
2: ২ কোটি ৫০ লক্ষ একর
3: ২ কোটি ৪০ লক্ষ একর
4: ২ কোটি ২৫ লক্ষ একর

Correct Answer: ২ কোটি একর

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় ২ কোটি একরের কাছাকাছি। সর্বশেষ তথ্য অনুযায়ী এটি ২ কোটি ১১ লক্ষ একর।

8. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

1: গঙ্গা
2: ব্রহ্মপুত্র
3: করতােয়া
4: মহানন্দা

Correct Answer: করতােয়া

বাংলার প্রাচীনতম নগরী পুণ্ড্রনগর বা মহাস্থানগড় বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত।

9. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযােগী?

1: রংপুর
2: ফরিদপুর
3: রাজশাহী
4: যশাের

Correct Answer: যশাের

বাংলাদেশের যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। ২০১৯ সালের তথ্য অনুযায়ী ঝিনাইদহ জেলা তুলা উৎপাদনে শীর্ষ।

10. চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য—

1: ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
2: বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
3: ঢাকা-আরিচা রােডে যানবাহন চলাচলের চাপ কমানাে।
4: দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহনব্যবস্থা উন্নত করা

Correct Answer: দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহনব্যবস্থা উন্নত করা

চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ (পোস্তগোলা ব্রিজ) বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে, যার প্রধান উদ্দেশ্য হলো দেশের দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার সড়ক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নত করা।

11. বাসস একটি

1: খবরের কাগজের নাম
2: একটি প্রেসক্লাবের নাম।
3: একটি সংবাদ সংস্থার নাম
4: একটি বিদেশি কোম্পানির নাম

Correct Answer: একটি সংবাদ সংস্থার নাম

‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ (বাসস) হলো বাংলাদেশের জাতীয় ও প্রধান সংবাদ সংস্থা।

12. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়—

1: ২৬শে মার্চ
2: ২১শে ফেব্রুয়ারি
3: ১৬ই ডিসেম্বর
4: ১৪ই ডিসেম্বর

Correct Answer: ১৪ই ডিসেম্বর

১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশের বিজয় নিশ্চিত জেনে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। তাদের স্মরণে এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়।

13. বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়—

1: ১৩ কোটি পাউন্ড
2: ১০.৫ কোটি পাউন্ড
3: ৯.৫ কোটি পাউন্ড
4: ১৪ কোটি পাউন্ড

Correct Answer: ৯.৫ কোটি পাউন্ড

প্রশ্নের সময়কালে উৎপাদন ৯.৫ কোটি পাউন্ডের কাছাকাছি ছিল। ২০১৯ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে চা উৎপাদনের পরিমাণ ছিল ৯.৬ কোটি কেজি বা প্রায় ২১ কোটি পাউন্ড।

14. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

1: ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
2: পার্বত্য চট্টগ্রামের বনভূমি
3: সিলেটের বনভূমি
4: খুলনা, বরিশাল ও পটুখালীর বনভূমি

Correct Answer: ভাওয়াল ও মধুপুরের বনভূমি।

গাজীপুর জেলার ভাওয়াল এবং টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর গড় অঞ্চল শালবৃক্ষের জন্য বিখ্যাত।

15. হরিপুরে তেল আবিষ্কৃত হয়—

1: ১৯৮৫ সালে
2: ১৯৮৬ সালে
3: ১৯৮৭ সালে
4: ১৯৮৪ সালে

Correct Answer: ১৯৮৬ সালে

১৯৮৬ সালের ডিসেম্বর মাসে সিলেটের হরিপুরে বাংলাদেশের প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়।

16. মিশুকের স্থপতি কে?

1: মুস্তফা মনােয়ার
2: শামীম সিকদার
3: হামিদুজ্জামান খান
4: মইনুল হােসেন

Correct Answer: মুস্তফা মনােয়ার

ঢাকার শাহবাগে অবস্থিত 'মিশুক' ভাস্কর্যটির স্থপতি শিল্পী মুস্তফা মনোয়ার। এটি মূলত ১৯৮৬ সালের সাফ গেমসের মাসকট ছিল।

17. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী?

1: ১০ : ৬
2: ১১: ৭
3: ৯ : ৫
4: ১০ ১/২ : ৭ ১/২

Correct Answer: ১০ : ৬

বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ বা ৫:৩।

18. বাংলাদেশের কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয়?

1: রংপুর
2: ময়মনসিংহ
3: ফরিদপুর
4: টাঙ্গাইল

Correct Answer: ফরিদপুর

বর্তমানে বাংলাদেশে পাট উৎপাদনে শীর্ষ জেলা হলো ফরিদপুর।

19. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

1: ২২৫ নটিক্যাল মাইল
2: ২০০ নটিক্যাল মাইল
3: ২৫০ নটিক্যাল মাইল
4: ১০ নটিক্যাল মাইল

Correct Answer: ২০০ নটিক্যাল মাইল

উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা (Exclusive Economic Zone) ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত।

20. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?

1: যমুনা
2: পদ্মা
3: ব্রহ্মপুত্র
4: মেঘনা

Correct Answer: মেঘনা

প্রস্থের দিক থেকে যমুনা বৃহত্তম হলেও দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা সামগ্রিকভাবে বিবেচনায় বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা।